স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। রোববার রাতে ইউরোপের দল এস্তোনিয়ার বিপক্ষে খেলছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শুরুতেই এগিয়ে গেছে আলবেসেলিস্তেরা। লিওনেল মেসির পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে আছে সদ্য লা ফিনালিসিমা জেতা আর্জেন্টিনা।
স্পেনের প্যাম্পলোনার এল সাদার স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচটিতে এস্তোনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করছে আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি থেকে গোলের দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।
এস্তোনিয়া ফিফা র্যাঙ্কিংয়ের ১১০ নম্বর দল। তাই এই ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে একাদশে একাধিক পরিবর্তন আসলেও অধিনায়ক মেসি খেলছেন। ইতালির বিপক্ষে বেঞ্চে থাকা খেলোয়াড়দের অনেককেই এই ম্যাচে সুযোগ দিয়েছেন আর্জেন্টাইন কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০