স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করলো জয় দিয়ে। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
শুক্রবার ভোরে অনুষ্টিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ফিফা বিশ্বকাপ ২০২৬’র বাছাই পর্ব শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনা তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। দলকে বিশ্বকাপ জেতানো তারকাই বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট এনে দিলেন দলকে।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলো আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মতোই দাপট দেখিয়েছে মাঠে। ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো মেসি-মার্টিনেজরা। কাতার বিশ্বকাপ জয়ীদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ইকুয়েডর।
পুরো ম্যাচে ৭১০টি পাস দিয়েছে। বিপরীতে মাত্র ২১০টি পাস ছিলো ইকুয়েডরের। মেসিদের ১৩ শটের বিপরীতে ইকুয়েডরের শট ছিলো মাত্র ৫৪টি। আর্জেন্টাইনদের চার শট অন টার্গেটের বিপরীতে ইকুয়েডরের শট অন টার্গে ছিলো তিনটি। তবে শেষ দিকে বেশ এ্যাটাকিং খেলেছে ইকুয়েডর তাতে অবশ্য কাজ হয়নি।
ম্যাচের প্রথমার্ধ থেকেই মেসিরা নিয়ন্ত্রণ রেখে খেলছিলো। একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরও গোল করতে পারেনি। দুই দলের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় তাই গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুটাও গোলহীন থাকে দুই দল। মেসিরা একটির পর একটি আক্রমণ করে যাচ্ছিলেন। তবে ইকুয়েডরের জালের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ম্যাচের ৭৮তম মিনিটে জ্বলে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক। একেক প্রচেষ্টায় দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন ইকুয়েডরের জালে। ১-০ গোলে এগিয়ে যায় স্কালোনির দল।
ম্যাচের বাকীটা সময় ইকুয়েডর গোল শোধে মরিয়া হয়ে উঠে। তবে এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিতে পারেনি দলটি। মেসিরাও আর ব্যবধান বাড়াতে পারেননি। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post