স্পোর্টস ডেস্কঃ পেনাল্টি গোলে আর্জেন্টিনার ব্যবধান বাড়ালেন লিওনেল মেসি। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে এগিয়ে আলবেসেলিস্তেরা। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ অর্ধে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
সেই পেনাল্টি থেকে মেসি গোল করেন। ডাচ গোলরক্ষককে সুযোগই দেননি নড়ার। যার ফলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। এর আগে ৩৫তম মিনিটে মাঝমাঠ থেকে বল একাই টেনে নিয়ে যান মেসি। ডি বাইরে বাইরে থেকে তিন ডিফেন্ডারের পায়ের মাঝ দিয়ে দর্শনীয় এক পাস দিলে মলিনা সেটিকে গোলে পরিণত করেন।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নেহুয়েল মোলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
নেদারল্যান্ডস একাদশ: অ্যান্ড্রু নোপার্ট (গোলরক্ষক), জুরিন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে, মেমফিস ডিপাই, মার্টিন ডি রুন, ড্যালি ব্লাইন্ড, ফ্রাঙ্কি ডি ইয়ং, ডেনজেল ডামফ্রিজ, স্টিভেন বার্গউইন ও কোডি গ্যাকপো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০