স্পোর্টস ডেস্কঃ ইন্টার মায়ামিতে স্বপ্নের অভিষেক লিওনেল মেসির। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা গোল করে দলকে জেতালেন আজ। বাংলাদেশ সময় শনিবার ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে টাটা মার্তিনোর দল। ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের বাহির থেকে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিক গোল করেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো মায়ামি।
এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। এ ছাড়া অন্যদের মধ্যে মেসির সাবেক সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো, বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং মডেল কিম কারদাশিয়ানকে দেখা গেছে দর্শক সারিতে। ছিলেন মেসির পরিবারের সদস্যরা। গোল করার পর দৌড়ে নিজের পরিবারের সাথে উদযাপন করতে দেখা গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে।
এদিকে মেসির গোল দেখে আবেগ ধরে রাখতে পারেন নি মায়ামির অন্যতম মালিক বেকহ্যাম। কাঁদতে দেখা গেছে সাবেক এই তারকা ফুটবলারকে। এ কান্না সুখের। কারণ এতো বছর সাধনার পর বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা মেসিকে দলে নিতে পেরেছেন তিনি। দীর্ঘদিন ধরে সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বেকহ্যাম। অনেকবারই তাকে পিএসজির ট্রেনিংয়ে হাজির হতে দেখা গেছে। অবশেষে সফল এই ৪৮ বছর ব্রিটিশ কিংবদন্তি।
মেসির সঙ্গে নতুন এই অধ্যায় শুরু নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন বেকহ্যাম। এবিসি নিউজের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে তিনি জানান, মেসিকে মাঠে নামতে দেখে আবেগ ধরে রাখা কষ্ট হবে তাঁর জন্য। আর সেটিই ঘটল মেসির গোল দেখে। ম্যাচের ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। তাঁর অভিষেক ম্যাচে ডিআরবি পিএনকে স্টেডিয়াম ছিল মেসিময়। ৯০ মিনিটে বল নিয়ে তিনি ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের ডি–বক্সে। কিন্তু এবার তাঁকে আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। আর অন্তিম মুহূর্তে ফ্রি–কিকেই জাদু দেখালেন মেসি। মায়ামি পায় দারুণ এক জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০