স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি এখনো চুক্তি নবায়ন করেননি পিএসিজর সঙ্গে। মেয়াদ শেষেই ক্লাবটি ছাড়তে চান তিনি। ফিরতে চান ইউরোপে। বার্সেলোনার ফেরার গুঞ্জনও আছে। মেসিও সুযোগ পেলে ফিরতে চান পুরনো ক্লাবে। তবে বেতন জঠীলতায় সেটি নাও হতে পারে।
আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ক ক্যারিয়ারের শেষটা করতে চান ইউরোপে। যদিও তাকে দলে নেওয়ার চেষ্টা করছে সৌদীর প্রো লিগের কয়েকটি দল, তালিকায় আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগের সকারও। তবে মেসি কোন ক্লাবে যেতে চান? ক্যারিয়ারের শেষটা তিনি কোথায় করতে চান? এনিয়ে রীতিমতো জল্পনা-কল্পনা চলছে।
গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির জন্য ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের দরজা খোলা আছে। ভেতরে ভেতরে চলছে আলোচনাও। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউ ক্যাসল, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলেও আছে এই তালিকায়।
ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা মেসিকে দলে চেয়েছেন। আর্থিক দিক দিয়েই ম্যানসিটি বেশ ভালো অবস্থানে। মেসির ব্যয়বহুল বেতন বহনের সমার্থ্য আছে দলটির। আর্লিং হল্যান্ড আছেন দলটিতে। এ মৌসুম শেষেই বার্নার্দো সিলভা ও ইলঙ্কাও ক্লাব ছাড়বেন। ফলে ম্যান সিটিতেই দেখা যেতে পারে মেসিকে।
ম্যানচেস্টার ইউনাইটেডেও দরজা খোলতে পারে মেসির জন্য। ক্লাবটির বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে সৌদীতে পাড়ি জমিয়েছেন। গ্লাজার ফ্যামিলি থেকে কাতারি মালিকানায় গেলে মেসিকে দেখা যেতে পারে ক্লাবটিতে।
চেলসিও নতুন মালিকানায় গেছে লন্ডনে। অর্থের দিক দিয়ে অনেক এগিয়ে থাকা ক্লাবটি বিপুল অর্থ ব্যয় করেও সাফল্য পাচ্ছে না। ঘুরে দাঁড়াতে তাই মেসিকে আনতে পারে দলটি। যদিও ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হওযায় মেসি যাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।
আগামি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের খেলা অনেকটা নিশ্চিত। কারণ প্রিমিয়ার লিগে সেরা চারে আছে দলটি। ফলে আগামি মৌসুমের জন্য বড় তারকা দলে চাইবে নিউক্যাসল। যার কারণে মেসির দিকেই নজর আছে ক্লাবটির। মেসিকে রাখার মতো আর্থিক সক্ষমতাও আছে ক্লাবটির।
বায়ার্ন মিউনিখ এখন ছন্নছাড়া এক দল। বুন্দেসলিয়াগেত দ্বিতীয় স্থানে থাকা দলটি বেশ ভুগছে। লেভানডফস্কির শূন্যতা পূরণে তাই মেসিকে দলে ভেড়াতে পারে বায়ার্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post