স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সব ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আগের নয় ম্যাচে তার গোল ছিল ১১টি। এছাড়া গোলে সহায়তা করেছিলেন আরও তিনটিতে। তবে অবশেষে মেসির জাদু থামাতে পেরেছে নাশভিল। আর বিশ্বকাপজয়ী এই তারকার গোল বা এসিস্ট করতে না পারার ম্যাচটিও জেতা হয় নি মায়ামির।
আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। মেসি আসার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল দলটি। অবশ্য শেষ বাঁশির ঠিক আগে হারার প্রথমবার হারের স্বাদ পেতে যাচ্ছিলেন মেসি। কিন্তু ভাগ্য ভালো মায়ামির। কারণ ভিএআর চেক করে বাতিল করা হয় পেনাল্টি।
ম্যাচে অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছেন মেসি। দুইটি ফ্রি কিকও নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয় ফ্রি কিকটি অবশ্য দেয়ালে বাঁধা পড়ে, তবে ৬০ মিনিটে নেয়া মেসির প্রথম ফ্রি কিকটি আটকে দেন নাশভিল গোলরক্ষক। এছাড়াও ম্যাচজুড়ে বেশকিছু শট নেন মেসি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। শুধু নিজেই গোল করার চেষ্টায় ছিলেন না, সতীর্থকে দিয়ে গোল করাতে বেশকিছু গুরুত্বপূর্ণ বলও বানিয়ে দিয়েছেন তিনি। তবে তা থেকেও গোল হয়নি।
শেষ পর্যন্ত গোলশূন্যই শেষ হয় ম্যাচটি। সব মিলিয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে মায়ামি। শটও নিয়েছে ৬টি বেশি (মোট ১৩টি)। তবে দরকারি গোলটিই পায়নি তারা। গোলশূন্য সমতার ম্যাচটি ইন্টার মায়ামির প্লে-অফ ওঠার স্বপ্নে বড় ধাক্কা। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে মায়ামি। প্লে-অফের পজিশন নয় নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট ২৬ ম্যাচে ৩২।
Discussion about this post