মেসির জোড়া অ্যাসিস্টে এমবাপের জোড়া গোলে জিতলো পিএসজি

0
110

স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকার লাল কার্ডের ম্যাচে পিএসজির তারকা মেসির জোড়া অ্যাসিস্টের ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন। লিগ ওয়ানে পিএসজি তাই নঁতকে হারিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

নঁতের ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিও লাল কার্ড দেখে ম্যাচের প্রথমার্ধেই চলে যান মাঠের বাইরে। দশ জনের প্রতিপক্ষ দলকে হারাতে তাই বেগ পেতে হয়নি পিএসজিকে। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগের এই ম্যাচে পিএসজি কোচ তাই শুরুর একাদশেও এনে ছিলেন একাধিক বদল।

তবে শেষ পর্যন্ত এমবাপের জোড়া ও মেন্ডেসের একটি গোলে পিএসজি নঁতকে হারিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধেই এমবাপের গোলে লিড নেয় পিএসজি। ম্যাচের ১৮তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে ফরাসি এই তারকা দলকে লিড এনে দেন। প্রথমার্ধের ২৪তম মিনিটেই নঁতের ফ্যাবিও লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। এগিয়ে থেকেই বিরিততে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে এমবাপে জোড়ো গোল পূর্ণ করেন। পিএসজিকে এগিয়ে দেন ২-০ গোলের ব্যবধানে। নুনো মেন্ডেসের গোলে ম্যাচের ৬৪তম মিনিটে পিএসজি ব্যবধান ৩-০ করে ফেলে। নঁত আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।

লিগ ওয়ান ছয় ম্যাচ খেলা পিএসজি পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। কোনো ম্যাচ না হারলেও মেসি-নেইমাররা ‘ড্র’ করেছেন একটি ম্যাচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here