স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি-এমবাপেরা। টেবিলের তলানির দলের কাছে হারতে হয়েছিলো পিএসজিকে। টানা দুই হারের পর এবার জয়ের দেখা পেলো ফরাসি জায়ান্টরা। এমনকি টেবিলের তলানির দলের কাছেও হারতে হয়েছিলো সবশেষ ম্যাচ। এবার মেসি জ্বলে উঠলেন। আর্জেন্টাইন তারকার সঙ্গে সার্জিও রামোসের গোলে ফরাসি লিগে জয় পেয়েছে শিরোপাধারীরা। নিসকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
লিগ ওয়ানে আগের ম্যাচে টেবিলের তলানির দল লিওঁর কাছে হেরেছিলো পিএসজি। এরপর সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন লিওনেল মেসি। সেই তিনিই এবার দলকে জেতালেন। রামোসকে দিয়ে গোল করান মেসি। প্রথম গোলটি নিজেই করেন। দ্বিতীয় গোলেও ছিলো তার অ্যাসিস্ট।
পিএসজির ২-০ গোলের জয়ী ম্যাচটিতে লি এনে দেন মেসি নিজেই। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে সার্জিও রামোস। বল দখলের লড়াইয়ে নিসও বেশ জবাব দেয়। আক্রমণও করে দলটি। তবে গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের প্রথমার্ধেই পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচের ২৬তম মিনিটে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে নিস প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিরতির দ্বিতীয়ার্ধে নিসও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মেসিদের আক্রমণের মুখে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা দলটির আর প্রতিপক্ষের জালের দেখা পাওয়া হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে সার্জিও রামোস দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দেন ২-০ গোলে। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
৩০ ম্যাচের ২২ ম্যাচ জেতা পিএসজি ৬৯ পয়েন্ট নিয়ে বেশ ভালো মতেই আছে শিরোপার দৌড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০