স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি মুখ খুললেন লিওনেল মেসির দলবদল নিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানো স্কালোনি মনে করেন মেসি যেখানে গিয়ে স্বস্তি পান তাকে সেখানেই যেতে দেওয়া উচিত।
কাতারভিত্তিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্লাবের সতীর্থ ও সমর্থক নিয়ে মেসি যেখানেই সুখী থাকে, তাকে সেখানেই যেতে দিন। তার এই বিষয় জাতীয় দলে কোনো প্রভাব ফেলবে না, অন্তত যত দিন পর্যন্ত সে এখানে (জাতীয় দল) সুখী। জাতীয় দলে আমাদের সুখী মেসিকে প্রয়োজন।’
এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক খবরে ফুটবলবিশ্বে হইচই, প্রতিবেদনে সংবাদমাধ্যমটি লিখেছে; সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন মেসি! এএফপি নাম প্রকাশ না করার শর্তে এক ক্লাবকর্তার মন্তব্য দিয়ে সংবাদ ছাপিয়েছে। যেখানে ওই কর্তা দাবি করেন, মেসির সঙ্গে সৌদি ক্লাবের চুক্তি এরই মধ্যে হয়ে গেছে। তিনি এই জুনের পরই প্যারিস ছেড়ে সৌদিযাত্রা করবেন।
কিন্তু এএফপির এমন সংবাদের কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে সংবাদটি ভুয়া বলে জানান মেসির বাবা ও তাঁর ব্যক্তিগত এজেন্ট হোর্হে মেসি। এমনকি দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে নতুন করে কোনো চুক্তিই হয়নি। এমনকি মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post