স্পোর্টস ডেস্কঃ ২৩ বছর পর কোপা আমেরিকায় ফাইনাল খেলার অপেক্ষায় কলম্বিয়া। টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি সামনে শিরোপা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির অধীনে ফর্মের তুঙ্গে আছে আলবেসেলিস্তেরা। তবে বিশ্বকাপজয়ী মহাতারকাকে নিয়ে ফাইনালে ভাবছেন না কলম্বিয়ার সাবেক আদোলফো ভ্যালেন্সিয়া।
কোপা আমেরিকা ফাইনালের আগে ভ্যালেন্সিয়া বলেন, ‘মেসি এখন সেই মেসি নন, যাকে আমরা বার্সেলোনায় দেখে অভ্যস্ত ছিলাম। যিনি একাই ছয়–সাতজন খেলোয়াড়কে ব্যস্ত রাখতে পারতেন। সে তার গতি হারিয়েছে। তার শক্তিও ক্ষয়ে গেছে। তাই তরুণ কলম্বিয়ানদের জানা দরকার যে, সে আর আগের মেসি নয়। দি মারিয়া সেই খেলোয়াড় নয় যাকে আমরা ২৩, ২৪, ২৬, ২৭ বছর বয়সে জানতাম… আমাদের এই সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে।’
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজের উত্তরসূরিদের মনোবল বৃদ্ধিতে কথা বললেও ভ্যালেন্সিয়া মেসির প্রতি অগাধ সম্মান থাকার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এখন মেসিকে যে কেউ থামাতে পারে। তবে সে যা কিছু করেছে। আমি সবসময় তার ভক্ত, আমি তাকে একজন খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে সম্মান করি। কারণ সে একজন পেশাদার খেলোয়াড় যার কখনও কোনো অভিযোগ ছিল না, আমি তার এই গুণের ভক্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post