মেসির নেতৃত্বে দিবালা-ডি মারিয়াকে নিয়েই বিশ্বকাপে আর্জেন্টিনা

    0
    115

    স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের উত্তাপ আগেই ছড়িয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। ৩১ সদস্যের দল দেওয়ার পর এবার তিনি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। চোট শঙ্কা উড়িয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পাওলো দিবালা ও ডি মারিয়া। লিওনেল মেসির নেতৃত্ব পূর্ণ শক্তির আর্জেন্টিনা যাচ্ছে কাতার বিশ্বকাপে।

    তবে চোটের কারণে আর্জেন্টিনার দলে নেই জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন কোচ স্কালোনি ডি মারিয়া ও পাওলো দিবালাকে শেষ পর্যন্ত দলে রেখে দিয়েছেন। বিশ্বকাপের আগেই হয়তো তারা পূর্ণ ফিট হয়ে উঠবেন। শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় চূড়ান্ত দল ঘোষণা করেন তিনি।

    দল ঘোষণার সময় আর্জেন্টাইন কোচ বলেন, ‘তারা (ফুটবলাররা) দলে ডাক পেয়ে এবং এই জার্সি পরতে পেরে গর্বিত। আশা করি এই দলের সমর্থক হয়ে আপনারাও তাই। সবাই ঐক্যবদ্ধ।’

    আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)। এর আগে কাতারে পৌঁছাবে গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

    আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

    ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, হেরমান পেসসেইয়া, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসন্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস ভাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।

    মিডফিল্ডার:: রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারদেস, মাক আলিস্তের, আলেহান্দ্রো গোমেস, গিদো রদ্রিগেস, এনসো ফার্নান্দেস, এসেকিয়েল পালাসিওস।

    স্ট্রাইকার: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, পাওলো ডিবালা, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here