স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেইয়ের তারকা লিওনেল মেসি মাত্রই করোনা থেকে সুস্থ হয়েছেন। গত মঙ্গলবার করা শেষ পিসিআর টেস্টের রিপোর্টে নেগেটিভ হয়েছেন এই আর্জেন্টাইন। করোনামুক্ত হয়ে ইতোমধ্যে প্যারিসে ফিরে এসেছেন এই ফরোয়ার্ড। গত ২৮ ডিসেম্বরের টেস্টে করোনা পজিটিভ হন তিনি। ২ জানুয়ারি তা নিশ্চিত করে পিএসজি। ওই সময় বড়দিনের ছুটি কাটাতে রোজারিওতে ছিলেন।
মেসির সুস্থ হয়ে ওঠার পরই আরেক আর্জেন্টাইন হয়েছেন করোনা আক্রান্ত। আনহেল ডি মারিয়ার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে ফ্রান্সের ক্লাবটি। ফলে তাকে আইসোলেশনে রাখা হয়েছে জানানো হয়েছে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি করিয়েছেন আর্জেন্টিনার ডি মারিয়া। এদিকে আগে থেকেই আইসোলেশনে আছেন সপ্তাহের শুরুতে পজিটিভ হওয়া ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সের্হিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ।
লিগ ওয়ানে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে তারা ১৩ পয়েন্টে এগিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০