স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগমূহুর্তে বড় দুঃসংবাদ শুনেছে আর্জেন্টিনা শিবির। ছিটকে গেছেন দলের দুই ফুটবলার। সেই দুই ফুটবলার হলেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। তাদের পরিবর্তে নতুন দুই ফুটবলার অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত। এবার কারণে সেই পরিবর্তন আনা নিশ্চিত করলো আলবিসেলেস্তারা।
এবার ইনজুরির কারণে দলের দুই উইঙ্গার নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। তাদের দুজনের পরিবর্তে ভিন্ন দুই ফুটবলারকে স্কোয়াডে ডেকেছে আর্জেন্টিনা। সেই দুজন হলেন থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়া।
এর মধ্যে ২১ বছর বয়সী আলমাদা মেজর সকার লিগের দল আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন। মেজর সকার লিগে নবাগত সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ডাক পান আর্জেন্টিনা দলে। একই মাসের শেষ দিকে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে আকাশী-সাদা জার্সিতে অভিষেক হয় এই উইঙ্গারের। ম্যাচ শেষে তরুণ এই ফুটবলারের প্রশংসা করেছিলেন খোদ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ফুটবল বিশ্বের এই মহতারকা মেসি তখন বলেন, ‘সে খুব দ্রুতগতিসম্পন্ন এবং তার অনেক ওয়ান ভার্সেস ওয়ান খেলার দক্ষতা আছে। সে খুবই বুদ্ধিমান এবং কোনো কিছুতেই ভয় পায় না। এগিয়ে চলে আসবে আপনার দিকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা