স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসির ‘বডিগার্ড’ খ্যাত রদ্রিগো ডি পলকে নিতে সৌদি ক্লাবের ৩৮২ কোটি টাকার প্রস্তাব। আল আহলি প্রস্তাব দিয়েছে তাঁকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও খবরটি নিশ্চিত করেছেন।
মূলত নাপোলির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলেনস্কিকে কিনতে চেয়েছিল আল আহলি। কিন্তু জেলেনস্কি সৌদি প্রো লিগে যেতে রাজি হননি। এরপরই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি পলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আল আহলি।
ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গতকাল টুইট করেছেন, ’পিওতোর জেলিনস্কির সঙ্গে চুক্তি না হওয়ায় আল আহলির প্রধান লক্ষ্য এখন রদ্রিগো ডি পল। তাকে নিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩২ মিলিয়ন ইউরোর (৩৮২ কোটি ২৬ লাখ টাকা) প্রস্তাব দিয়েছে আল আহলি। কথাবার্তা চলছে এখনো। চুক্তির কাগজপত্র খেলোয়াড়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে আলাপ-আলোচনার পর তা জানা গেছে।’
এদিকে উদিনেসে থেকে ২০২১ সালে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় রদ্রিগো ডি পলকে কিনেছিল অ্যাথলেটিকো ট্রান্সফারমার্কেট–এর মতে, বর্তমানে তাঁর দাম ৫ কোটি ৪৫ লাখ ইউরো। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি এখনো পর্যন্ত খেলেছেন ৮৮ ম্যাচ। আর্জেন্টাইন এই মিডফিল্ডার করেছেন ৭ গোল ও ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post