মেসির ফেরার ম্যাচে জয় পেয়েছে বার্সা

0
22

স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোলও পেয়েছেন। সাথে রাফিনহোর জোড়া গোল এবং এমএনএসের অন্যতম সদস্য সুয়ারেজের লক্ষ্যভেদে ডিপার্তিভো লা করুণাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সোলোনা।

খেলার প্রথর্মাধের ২১ ও ৩৬ মিনিটে রাফিনহোর জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় বার্সা।নিজে গোল না পেলে ৪৩ মিনিটে সুয়ারেজের গোলের জোগানদাতা ছিলেন নেইমার।

৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা মেসি ৫৮ মিনিটে গোল করে স্কোর লাইন ৪-০ করেন।

প্রতিপক্ষের গোলমুখে বারবার আক্রমণ করলে আর কোন গোল পায়নি বার্সা।  তাই ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here