স্পোর্টস ডেস্ক:: বেড়ে উঠার ক্লাব বার্সেলোনা ছেড়ে গত মৌসুমে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হঠাৎ করে মেসির বার্সা ত্যাগে চমকে উঠে ফুটবল বিশ্ব। মূলত ক্লাবের অর্থনেতিক দূরাবস্থার কারণে ফুটবল জাদুকরকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা।
তবে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মনে করছেন এখনো মেসির বার্সা অধ্যায় শেষ হয়ে যায়নি। ভবিষ্যতে হয়তো আরো ভাল সময় আসবে। এই তারকার কাছে চির ঋণী বলেও মন্তব্য করেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।
নতুন মৌসুমে মাঠে নামার আগে বার্সা প্রস্তুুতি ম্যাচ খেলেছে রিয়ালের বিপক্ষে। রোববার সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্টিত প্রস্তুুতি ম্যাচে বার্সাই জিতেছে। ম্যাচটি শুরুর আগে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন মেসি ইতিহাসের সেরা হয়ে গেছেন।
মেসি বার্সার জন্য সবকিছু করেছেন জানিয়ে হুয়ান লাপোর্তা বলেন, ‘মেসি বার্সার জন্য সবকিছু করেছে। সে ইতিহাসের সেরা হয়ে গেছে। তার তুলনা কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গেই হয়। যেমন আর্থিক পরিস্থিতিতে ক্লাবের দায়িত্বে এসেছিলাম, এমন কিছু একটা হতোই। তবে কোচ ও খেলোয়াড়দের চেয়ে ক্লাবের অবস্থান অনেক ওপরে।’
আর্জেন্টাইন অধিনায়কের বার্সা অধ্যায় শেষ হয়নি মন্তব্য করে ক্লাবটির সভাপতি লাপোর্তা বলেন, ‘আমি বিশ্বাস করি, মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে যায়নি। আমার মতে, এটি আমাদের দায়িত্ব যাতে এ অধ্যায় সবসময় খোলা থাকে। আরো ভালো কিছু যেনো হয় এবং কখনও এ অধ্যায় বন্ধ না হয়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’
মেসির কাছে তিনি ঋণী জানিয়ে হুয়ান লাপোর্তাবলেন, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিলো, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে ও একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০