মেসির বিদায়ে জনপ্রিয়তায় পিএসজির পতন

0
75

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মিসের বিদায়ে পিএসজির পতন ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমর্থকেরা ফিরিয়ে নিচ্ছেন, করতে শুরু করেছেন আনফলো। বছর দুই আগে আর্জেন্টিনার অধিনায়ককে বার্সেলোনা থেকে দলে নিয়েছিলো ফরাসি জায়ান্টরা।

বার্সা ছেড়ে মেসি যখন পিএসজিতে যান, দ্রুতই বাড়তে থাকে দলটির সমর্থকেরা। বলার অপেক্ষা রাখে না এই সমর্থকেরা ছিলেন মেসির ভক্ত। বিশ্ব ফুটবলের এই জাদুকর যে দিকে যাবেন, তার সমর্থকেরাও সেখানেই যাবেন।

শনিবার রাতে পিএসজির হয়ে লিওনেল মেসি শেষ ম্যাচ খেলেছেন। ক্লেরমেঁর বিপক্ষে ওই ম্যাচে ৩-২ গোলে হারে ফরাসি ক্লাবটি। এই ম্যাচের আর্জেন্টাইন তারকার পিএসজি অধ্যায় শেষ হয়ে যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমর্থক হারাতে শুরু করে দলটি।

ফেসবুক, টুইটারসহ অন্যান্য একাউন্টে সমর্থকেরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন দলটি থেকে। মিলিয়ন মিলিয়ন অনুসারী কমছেন ইনস্টগ্রাম, ফেসবুক, টুইটার থেকে। জনপ্রিয়তায় রীতিমতো পতন শুরু হয়েছে ফরাসি ক্লাবটির।

আর্জেন্টাইন তারকা পিএসজি ছাড়লেও কোথায় যাচ্ছেন এখনো সেটি নিশ্চিত নয়। বেশ কয়েকটি ক্লাব তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে দলে ভেড়ানোর শীর্ষে আছে সৌদীর আল হিলাল ও তার সাবেক ক্লাব বার্সেলোনা। তিনি যে দলেই যাবেন, মুহুর্তেই বাড়তে থাকবে সেই দলের সমর্থকের সংখ্যাও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here