স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। এমন সমীকরণ নিয়ে পোল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে লড়ছে আলবেসিলেস্তেরা। বুধবার রাতের এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য সমতায়।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচ বাঁচা-মরার। জিতলেই তারা উঠবে শেষ ষোলোতে, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের শুরু থেকেই পোলিশদের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় লিওনেল স্কালোনির দল। তবে বল জালে পাঠাতে পারে নি একবারও।
৩৮ মিনিটে মেসিকে ডি বক্সের ভেতরে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল ফেরাতে গিয়ে সেজনির হাতের সঙ্গে মেসি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেয় রেফারি। কিন্তু মেসির শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন ইতালিয়ান লিগে খেলা এই গোলরক্ষক।
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে মেসিরা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
পোল্যান্ড একাদশ: ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ত লেভানডফস্কি ও আরকাডিয়াস মিলিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০