মেসির মতো আলভারেজ একজন বিশ্ব চ্যাম্পিয়ন- গার্দিওলা

0
72

স্পোর্টস ডেস্কঃ লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান একটু কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে ব্যবধানটা একটু হলেও নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই লিভারপুলকে উড়িয়ে দিয়েছে শিরোপাধারীরা।

লিভারপুলের বিপক্ষে সিটি জিতেছে ৪-১ গোলে। জালের দেখা পেয়েছেন জুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনে, ইল্কাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের ১৭তম মিনিটে এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে দেন ইয়ের্গুন ক্লপের দলকে। বাঁ পায়ে শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় এই ফরোয়ার্ড।

এরপর সিটিকে সমতায় ফেরান আলভারেজ। এই আর্জেন্টাইন পরে দুই গোলে রাখেন অবদান। স্বাভাবিকভাবেই তার প্রশংসায় পঞ্চমুখ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সে কেবল গোলই করেনি, দ্বিতীয় এবং তৃতীয় গোলে ভূমিকাও রেখেছে। বল পায়ে সে ছিল চতুর; সে একজন অসাধারণ খেলোয়াড়। তার সঙ্গে চুক্তি করে সিটি দুর্দান্ত একটি কাজ করেছে-তার মধ্যে কিছু আছে বলেই মেসির মতো সেও একজন বিশ্ব চ্যাম্পিয়ন।’

লিভারপুলের বিপক্ষে পাওয়া এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট হলো ২৮ ম্যাচে ৬৪। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০ আর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here