স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগের শিরোপার আরো কাছে গেলো পিএসজি। লিওনেল মেসির রেকর্ডের রাতে লাঁসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা।
প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া লাঁস শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে। শীর্ষ দুই দলের লড়াইটা বেশ জমাট হয়েছে। তাতে জয় নিয়ে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গোলা পিএসজি। মেসির দলের পয়েন্ট ৭২। ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে লাঁস।
১৯তম মিনিটেই বড় ধাক্কা খায় লাঁস। বক্সের টিক সামনে হাকিমি ফাউল করে লাল কার্ড দেখেন আব্দুল সামেদ। তাতে ১০ জনের দলে পরিণত হয় লাঁস। ম্যাচের ৩১তম মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেন পিএসজিকে। ভিতিনিয়ার পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে পাঠান ফরাসি তারকা। তাতেই পিএসজি এগিয়ে যায় ১-০ গোলে।
এমবাপেকে পাস দেওয়া ভিতিনিয়া ৩৭তম মিনিটে নিজেই গোল করে ব্যবধান বাড়ান। মেসির কর্ণার থেকে পাওয়া বল নুনো মেন্দেস বাড়িয়ে দেন তাকে। ২-০ গোলে তিনি এগিয়ে দেন দলকে। প্রথমার্ধেই লিওনেল মেসি পান গোলের দেখা। ৪০তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা। তাতেই রেকর্ড হয়ে যায় তার। ৪৯৫ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতা তিনি। রোনালদোর বাসে বসালেন নিজেকে।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া লাঁস দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে। ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন ফ্রাস্কোভস্কি। তাতে কেবল ব্যবধান কমে। দ্বিতীয় স্থানে থাকা দলটিকে ৩-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০