মেসির শর্ত মানছে না পিএসজি, নবায়ন হচ্ছে না চুক্তি!

0
125

স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি পিএসজিকে নতুন করে একটি শর্ত দিয়েছেন। বিশ্বকাপ জয়ী অধিনায়কের সেই শর্ত মানছে না ফরাসি ক্লাবটি। চুক্তির মেয়াদ শেষ হতে চললেও তাই এখনো নতুন চুক্তি নবায়ন হয়নি দুই পক্ষের মধ্যে।

মেসি জানিয়েছেন, পিএসজিতে রাখতে হলে তার বেতন বাড়াতে হবে। মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি ক্লাবের সঙ্গে দেনদরবার করছেন। তার মতে, ছেলে মেসি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো। ফলে তার বেতন বাড়াটা এখন স্বাভাবিক।

তাছাড়া সৌদী আরবের একটি ক্লাবও মেসিকে বিপুল বেতনের অফার দিয়েছে। হাের্হে মেসি তাই পিএসজিকে শর্ত দিয়েছেন, লিওনেল মেসিকে রাখতে হলে বাড়াতে হবে বেতন। তবে ক্লাব বেতন বাড়াতে রাজি হচ্ছে না। তাদের দাবি, তিনি যদি থাকতে চান, তাহলে বর্তমান বেতনেই থাকতে হবে। যার কারণে নতুন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। পিএসজি জানিয়ে ছিলো, বিশ্বকাপের পরপরই চুক্তি নবায়ন হবে। বেতন নিয়ে বনিবনা না হওয়ায় সেই চুক্তি এখনো নবায়ন হয়নি।

বেতন নিয়ে দুই পক্ষের দেন দরবারের বিষয়টি জানিয়ে ফরাসি গণমাধ্যম লা পেরিসিয়েন বলছে, গতকাল মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি পিএসজিকে জানিয়েছেন, ২০০২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথা নেওয়া উচিত। বিশ্বকাপ জেতা অধিনায়কের বেতন তাই বাড়াতে হবে।

লা পেরিসিয়েন জানিয়েছে, পিএসজি বেতন বাড়াতে রাজি নয়। তারা জানিয়েছে, আগের বেতনেই খেলতে হবে মেসিকে। এই কারণেই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নবায়ন হচ্ছে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here