মেসির সঙ্গে আবার খেলার অপেক্ষায় ছিলেন বুস্কেটস

0
99

স্পোর্টস ডেস্কঃ দারুণ অভিষেকের পর এবার জোড়া গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে বুধবার মায়ামির জয়টাও এসেছে বেশ বড়সড়। ক্লাবটির হয়ে এদিন প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মেসি সামনে থেকেই জয়ের নেতৃত্ব দিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টার বিপক্ষে মাঠে নামে মায়ামি। ম্যাচটিতে ৪-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এছাড়া জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড রবার্ট টেলর। ম্যাচে দারুণ রসায়ন দেখা গেছে মেসি ও সার্জিও বুস্কেটসের।

বয়সভিত্তিক দল থেকেই মেসি-বুস্কেটসের মধ্যকার দারুণ বোঝাপড়া। দুইজনই উঠে এসেছেন বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে। মায়ামিতে এবার তাদের দ্বিতীয় অধ্যায়। নিজেদের রসায়ন নিয়ে ম্যাচ শেষে বুস্কেটস বলেন, ‘আমি সত্যিই লিও (মেসির) সঙ্গে আবার একত্রে খেলার অপেক্ষায় ছিলাম।’

বুস্কেটস আরও বলেন, ‘বার্সেলোনায় এত বছর একত্রে খেলার কারণে সবকিছু অনেক সহজ হয়ে যায়, আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারি, সে কীভাবে তার শরীর রাখবে এবং আমি আমারটা রাখব। আশা করি সবসময় আমাদের যে রসায়ন ছিল তার সদ্ব্যবহার এখন মায়ামিতেও করতে পারব।’

বুস্কেটস মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। অন্য সব বড় তারকাদের মতো সৌদি আরবের দুটি ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তাই সবাই ধরে নিয়েছিলেন, ৩৪ বছর বয়সী ফুটবলারের নতুন ঠিকানা হবে সৌদির কোনো ক্লাব। তবে শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here