স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। গত রাতে মায়োর্কাকে হারিয়েছে তারা। দারুণ নৈপুণ্যে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লামিন ইয়ামাল। তাতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। যদিও ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেন ইল্কাই গিনদোয়ান।
জালের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৭৩ মিনিট পর্যন্ত। বদলি নামা রবার্ত লেভানডফস্কির সহায়তায় বাঁ পায়ের দুর্দান্ত এক শটে লিড গোল এনে দেন লামিন। এরপরে আরও কয়েকবার জোরাল আক্রমণ হলেও কোনো দল গোলের দেখা পায়নি। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
ইয়ামালের গোলটি নিয়ে শুরু হয়েছে মাতামাতি। অনেকে এই উঠতি তারকার মধ্যে সাবেক বার্সা মহাতারকা লিওনেল মেসির খেলার সাদৃশ্য, ছায়া দেখছেন। কিন্তু কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ এখনই মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় যেতে চান চান না। ম্যাচ শেষে সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘এই তুলনা আমি শুনেছি, কিন্তু লামিনে যদি তেমন হয়ে না উঠতে পারে, তাহলে এই তুলনায় সে লাভবান হবে না। এ পর্যন্ত মেসির সঙ্গে যারই তুলনা হয়েছে, তারা হারিয়ে গেছে। তার মতো খেলোয়াড়ের সঙ্গে কারো তুলনা ভালো বিষয় নয়।
এই জয়ে ২৮ ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট হলো ৬১। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অবশ্য আজ রাতে জিরোনার ম্যাচ রয়েছে। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দলটি। তারা জয় পেলে বার্সা আবারও নেমে যাবে তিনে। শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তারা ৫ পয়েন্ট এগিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post