স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ঘরের মাঠে সর্বোচ্চ গোল দাতার তালিকায় পৌছে গেছেন। তার হেট্টিকে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।সিটির বিপক্ষে এই হ্যাটট্রিকের মধ্যে দিয়েই ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।
ক্যাম্প ন্যুতে এদিন পেপ গার্দিওলার শিষ্যদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় করে বার্সেলোনা। ১৭ মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া মেসি ৬১ ও ৬৯ মিনিটে আরও দুই গোল করে পূরণ করেন হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে মেসির গোল সংখ্যা দাঁড়ায় ৫০। আর তাতেই সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন তিনি।
সর্বোচ্চ গোলের এই রেকর্ডটি গড়ার পথে মেসি ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদ ও শালকের তারকা রাউল গনজালেসকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে সাবেক এই স্প্যানিশ ফরোয়ার্ডের গোল সংখ্যা ছিল ৪৯টি।
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের এই নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার মোট গোল দাঁড়ালো ৮৯টিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০