মেসির সাথে বার্সায় খেলতে উন্মুখ হয়ে আছেন লেভানডফস্কি

0
85

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের জুনের শেষে পিএসজির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। আর্জেন্টাইন এই তারকা ফের ক্যাম্প ন্যুয়ে ফিরে আসছেন বলে আশা করছে বার্সেলোনার সমর্থকরা। পিএসজির সঙ্গে মেসি এখনও চুক্তি নবায়ন করেননি। এতে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আসছে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের বার্সেলোনায় ফেরার খবর। বিষয়টি নিয়ে বার্সা স্ট্রাইকার রবার্ত লেভানডফস্কি বলেছেন, মেসির ফেরা হবে অসাধারণ কিছু।

আগামী মৌসুমে মেসিকে বার্সায় দেখতে চান লেভা। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন পোলিশ স্ট্রাইকার। লেভা এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি বার্সার অংশ এবং তিনি যদি ফিরে আসেন, তবে সেটা অসাধারণ ব্যাপার হবে। আমরা জানি যে, বার্সেলোনায় তার জায়গা রয়েছে। আমি জানি না কী ঘটবে, তবে আশা করি পরের মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারব।’

বার্সার আর্থিক সংকটের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি। এরপরে অবশ্য ক্লাবটি লেভানডফস্কি, রাফিনহা, ফেরান তোরেসদের মোটা অঙ্কের অর্থ দিয়ে দলে ভিড়িয়েছে। নতুন করে মেসিকে পেতে কাতালান ক্লাবটি নাকি স্পন্সর খুঁজছে। যদিও বিষয়টি কাতালানদের জন্য চ্যালেঞ্জর হতে পারে। তারপরও বাল্যকালের ক্লাবে মেসির ফিরে আসার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেয়া যায় না। কারণ ইতোমধ্যে মেসির প্রত্যাবর্তনের বিষয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নিয়েছেন তার এজেন্ট ও বাবা হোর্হে মেসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here