স্পোর্টস ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকায় এক অন্য আর্জেন্টিনার দেখা মিলেছে। ২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তারা। লিওনেল স্কালোনি এক সুতোয় বিঁধেছেন দলটিকে। বেশ কিছু তারকা এবং অভিজ্ঞদের সাথে তারুণ্যের মেলবন্ধনে নিজেদের দারুণ ভারসাম্যপূর্ণ হিসেবে প্রমাণ করেছে আর্জেন্টিনা।
আর সেটাকে স্বীকৃতি দিয়েছে কোপা আমেরিকা জয়। এই একটি ট্রফি জিততে লা আলবিসেলেস্তাদের পরিশ্রম দেখেছে সবাই। এর বাইরে বিশ্বকাপ বাছাইয়েও দারুণ ছিল দলটি। সবশেষ ইউরো আর কোপা চ্যাম্পিয়নের মধ্যকার ‘লা ফিনালিসিমা’ ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আরও একটি ট্রফি জিতেছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত আছে দলটি।
ট্রফি জেতার পর আত্মবিশ্বাস এখন তুঙ্গে দলের। কোনো সন্দেহ নেই কাতার বিশ্বকাপকে পাখির চোখ করছে আর্জেন্টিনা দল। খেলার ধরন এবং মানসিকতায় এসেছে পরিবর্তন। নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারা। সবচেয়ে বড় কথা, দলের ঐক্যবদ্ধতা মুগ্ধ করেছে সবাইকে। সম্প্রতি গ্রীষ্মের ছুটির মাঝেই, লিয়ান্দ্রো পারেদেসের জন্মদিনে পুরো দলকে একত্রিত দেখা যায়। যেটা কিনা সাধারণত হয় না। এমন ঐক্যবদ্ধতা মুগ্ধ করেছে সবাইকে।
আসন্ন বিশ্বকাপে তাই ভালো কিছুর সম্ভাবনা দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা। ব্যতিক্রম নন সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও। সম্প্রতি জানিয়েছেন, বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসির হাতে শিরোপা দেখলে খুবই খুশি হবে তিনি।
সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে তেভেজ বলেন, ‘কাতারে মেসির হাতে বিশ্বকাপ ওঠতে দেখলে খুবই খুশি হবো। আমি এক ঐক্যবদ্ধ দল দেখতে পাচ্ছি। যারা কিনা একসাথে ছুটি কাটাচ্ছে, এটা মোটেও সাধারণ বিষয় নয়। আমাদের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে।’
উল্লেখ্য, ১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর ২০১৪ বিশ্বকাপে ফাইনাল খেললেও, শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি লিওনেল মেসি। জার্মানির কাছে ১-০ গোলে রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা