Home ফুটবল আন্তর্জাতিক ফুটবল মেসির হাতে বিশ্বকাপ দেখলে বেশি আনন্দ পাবেন পারদেস

মেসির হাতে বিশ্বকাপ দেখলে বেশি আনন্দ পাবেন পারদেস

0

স্পোর্টস ডেস্কঃ ২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হওয়া লিওনেল মেসি ২০২১ সাল পর্যন্ত শিরোপাহীন ছিলেন। তরুণদের নিয়ে নতুন উদ্যমে শুরু করে গত বছর কোপা আমেরিকার দিয়ে শিরোপা খরা কাটান সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। ১৬ বছর শিরোপা না জেতা মেসি এক বছরের মধ্যে জিতেছেন ডাবল। গত সপ্তাহে ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার তার সামনে ট্রেবলের পালা। কাতার জয়ের পালা। আকাশি-নীল জার্সিতে বহুল কাঙ্খিত বিশ্বকাপ শিরোপা উচিয়ে ট্রেবল জিততে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। অপেক্ষা মাত্র কয়েক মাসের।

আর্জেন্টিনা মিডফিল্ডার লিওনার্দো পারদেসের চোখ বিশ্ব সেরার মুকুটে। তিনি বিশ্ব সেরা হতে চান নিজের চেয়ে বেশি মেসির জন্য। বললেন, পিএসজি তারকার হাতে বৈশ্বিক আসরের ট্রফিটা দেখাই তাকে বেশি আনন্দ দেবে। সম্প্রতি আর্জেন্টিনার এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস এমনটাই বললেন।

পারদেস বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, তাহলে আমি নিজের চেয়ে মেসির জন্য বেশি খুশি হব। আশা করি, এটা মেসির শেষ বিশ্বকাপ হবে না। আরেকটি বিশ্বকাপ খেলার জন্য আরও চার বছর পার করা কঠিন।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version