স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে তুলে নিল দুর্দান্ত জয়। মঙ্গলবার রাতে এস্তাদিও হার্নান্দো সিলেসে একপেশে লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে আর্জেন্টিনার তিন গোলদাতা হলেন এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেজ।
এই ম্যাচে খেলেন নি লিওনেল মেসি। দলকে নেতৃত্ব দেন আনহেল দি মারিয়া। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে অবশ্য খেলেছিলেন সাবেক এই বার্সা তারকা। সেই ম্যাচের শেষদিকে মেসি বদলি হয়ে যান। তখন অধিনায়কের আর্মব্যান্ড পরেন দি মারিয়া।
মেসির হাত থেকে আর্মব্যান্ড নেওয়া এই অর্জনকে আরও বিশেষ করেছে বলে দাবি দি মারিয়ার, ‘সত্যি বলতে খুবই ভালো লাগছে। এটা একটা আবেগের জায়গা। সেই আবেগের ছোঁয়া আরও বেশি ছিল যখন লিও (মেসি) আগের ম্যাচে আমাকে আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিল। কারণ বিশ্বসেরার কাছ থেকে আর্মব্যান্ড নেওয়ার অনুভূতি অন্য রকম।’
এদিকে বলিভিয়া ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ স্কালোনি মেসিকে মাঠে না নামানোর কারণ জানিয়েছেন, ‘খেলার জন্য প্রস্তুত ছিল না মেসি। আমরা ওকে নিয়ে ঝুঁকি নেইনি। গতকাল ও ফিট হওয়ার চেষ্টা করেছে, তবে পুরোপুরি স্বস্তিতে ছিল না। আর ওকে এই ম্যাচে খেলানোর দরকার ছিল না, কারণ, সামনে আরও গুরুত্বপূর্ণ সময় আসছে। এই জায়গাটা অনেক কঠিন ছিল। এমনকি মাঠে নামলেও ওর ক্ষতি হতে পারত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০