স্পোর্টস ডেস্কঃ একটা সময় ছিল, যখন কিনা প্রবল প্রতিপক্ষ ছিলেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় দুজন খেলতেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে। তখন ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে দুজনের মুখোমুখি হওয়া আলাদা রোমাঞ্চ আর উত্তেজনা সৃষ্টি করতো।
সেই রামোস এবং মেসি এখন একই ক্লাবের হয়ে মাঠ মাতান। দুজনই খেলছেন ফ্রেঞ্চ লিগের দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে। আগে প্রতিপক্ষ থাকলেও, এখন সতীর্থ হিসেবে মাঠ মাতান দুজন। শত্রু থেকে বন্ধু হয়ে উঠা রামোসের মুখে মেসির প্রশংসা।
লিওনেল মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন রামোস। পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস জানিয়েছেন, মেসির খেলায় মুগ্ধ তিনি। একটা সময় ভুগতে হয়েছে, তবে এখন বেশ উপভোগই করেন।
রামোস বলেন, ‘বেশ কয়েক বছর মেসির বিপক্ষে খেলার সময় ভুগতে হয়েছে আমাকে। এখন আমি তাঁকে উপভোগ করে যাচ্ছি। সে-ই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।’
উল্লেখ্য, মেসির প্রতিপক্ষ ধরা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর সেই রোনালদোর সাথে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলেছেন রামোসকে দেখেছেন। সেই তুলনায় খুব বেশি সময় খেলেননি মেসির সাথে। তবে মেসিকেই সেরা মানছেন এই তারকা ডিফেন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post