মেসি ইস্যুতে আর্জেন্টিনা কোচকে ক্ষমা করলো বার্সা

0
21

স্পোর্টস ডেস্ক: আগেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বার্সার কাছে ক্ষমা চেয়ে ছিলো। এরপর আর্জেন্টিনার কোচ এডগার্দো  বাউজা নিজের বক্তব্য থেকে সরে আসেন। দাবি করেন তার বক্তব্যকে ভুল ব্যাখা দেওয়া হয়েছে।

লিখিতভাবে এএফএ’র দুঃখ প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বার্সা তারকা লিওনেল মেসির ইনজুরির জেরে কাতালানদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বাউজা। বার্সায় ঠিকমতো মেসির যত্ন নেওয়া হচ্ছে না এবং পূর্ণ ফিটনেস না থাকা সত্ত্বেও তাকে টানা খেলানো হচ্ছে এসব অভিযোগ দাঁড় করান আর্জেন্টিনা কোচ।

যদিও পরে নিজের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন আর্জেন্টিনা কোচ। সে যাই হোক, বিতর্কটা আর আগ বাড়ানোর পক্ষপাতী নয় বার্সা। ক্লাবের মুখপাত্র জোসেপ ভাইভস বাউজার মন্তব্যকে দুর্ভাগ্যজনক বললেও এতে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছিলেন।

বার্সা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ভাইভস বলেন, ‘এএফএ ও বার্সা দু’পক্ষই মেসির দ্রুত সেরে ওঠার দিকেই দৃষ্টি রাখছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here