স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারো হারল পিএসজি। শনিবার রাতে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরেছে প্যারিসের দলটি। চোটে কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামা পিএসজি প্রথমার্ধেই হজম করে ৩ গোল। পুরোটা সময় খেললেও নিজের ছায়া হয়ে ছিলেন নেইমার।
ম্যাচের ৫ মিনিট না যেতেই মোনাকো সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান আলেকসান্দর গোলোভিন। উইসাম বেন ইয়েদেরের পাস থেকে গোলোভিনের ডান পায়ের শট যায় পিএসজির জালে। সেই ধাক্কা সামলে নিতে না নিতেই আবার গোল। ১৮ মিনিটে বেন ইয়েদের নিজেই গোলদাতা।
প্রথমার্ধে অবশ্য পিএসজি একটা গোল শোধ করে দেয়। ম্যাচের ৩৯ মিনিটে হুয়ান বেরনাতের পাস থেকে ২-১ করেন পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরি। বেন ইয়েদের বিরতির ঠিক আগে আগে ম্যাচে নিজের দ্বিতীয় ও মোনাকোর ৩ নম্বর গোলটা করেন। ফরাসি এই স্ট্রাইকারকে এবার বল বাড়িয়েছেন সতীর্থ এলিসে বেন সেগির।
২৩ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে মোনাকো। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই। পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে, মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০