স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগ ওয়ানে আবারো হারলো মেসি, এমবাপে-হাকিমিদের পিএসজি। সেরা তারকারাও টেবিলের নিচের সারির দলে লিওঁ’র বিপক্ষে হার এড়াতে পারেননি। দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে লিগ টেবিলে নয়ে থাকা লিওঁ।
দুই দলের ম্যাচটি বেশ উত্তেজনা ছড়িয়েছে। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেদের পিএসজি হলুদ কার্ড দেখেছে তিন। লিওঁও হলুদ কার্ড পেয়েছে তিনটি। ছয় হলুদ কার্ডের এক গোলের ম্যাচটিতে লিগ চ্যাম্পিয়নদের হারায় লিওঁ। পিএসজির এই হারে শিরোপার দৌড় জমলো। শীর্ষে থাকা দলটির চেয়ে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে আছে লিনস।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ক্লাব ফুটবলে মেরা মেসি-এমবাপেরা দলকে পারলেন না জেতাতে। সেরা তারকারা গোল আদায়ে ব্যর্থ হন। ছন্নছাড়া রক্ষণে তাই লিওঁর বিপক্ষে গোল হজম করতে হয়েছে দলটিকে।
মেসি-এমবাপেরা আক্রমণ করলেও লিওঁর রক্ষণে চিড় ধরাতে পারেননি। প্রথমার্ধে লিওঁও গোলের দেখা পায়নি। দুই দলের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়।
দ্বিতীয়াধের শুরুতেই পিএসজি শিবিরকে স্তব্ধ করে দেয় লিওঁ। ম্যাচের ৫৬তম মিনিটে সতীর্থের বাড়ানো পাস থেকে বল পেয়ে পিএসজির জালে পাঠিয়ে দিতে বিলম্ব করেননি বার্কোলা। ম্যাচের বাকীটা সময়ে ফরাসি জায়ান্টরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০