মেসি খুশি থাকলেই আমরা খুশি- লাপোর্তা

0
101

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনায় দুই দশকের অবিশ্বাস্য অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি লা লিগাসহ অনেক অনেক ট্রফি জিতেছেন লিওনেল মেসি। কাতালান ক্লাব ছেড়ে ২০২১ সালে তিনি পাড়ি জমান পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে চলতি মৌসুম শুরুর আগে পুরনো ঢেরায় ফেরার খুব কাছাকাছি ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু সেটি হয় নি।

নানা কারণে বার্সা মেসিকে নিজেদের ঘরে ফেরাতে পারেনি। ক্লাবটির সভাপতি সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুনকরে দাবি করলেন, মেসিকে বার্সেলোনায় ফেরাতে আগ্রহের কমতি ছিল না তাদের। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার চাওয়া ছিল ভিন্ন। যেহেতু মেসিকে ফেরানো যায় নি দলে, তাই তাঁর খুশিতেই সুখ খুঁজছেন হোয়ান লাপোর্তা। তিনি জানান, মেসি যেখানেই থাকুন না কেন, সেখানে আনন্দে থাকলে বার্সা সংশ্লিষ্টদেরও একই অনুভূতি হবে।

লাপোর্তা বলেন, ‘মেসি খুশি থাকলেই আমরা খুশি। মেসির পাশাপাশি (সার্জিও) বুসকেতস, (জর্দি) আলবা আছে (মায়ামিতে)। লুইস সুয়ারেজ আর আন্দ্রেস ইনিয়েস্তাও হয়তো যোগ দিতে পারে। সেক্ষেত্রে সে এমন একটি দল পাবে যারা দুর্দান্ত মানের এবং বিশ্ব ফুটবলে সবকিছু অর্জন করেছে।’

এদিকে মেসিকে মায়ামিতে দেখে মানতে পারছেন না লাপোর্তা। তিনি বলেন, ‘এটা অনেকটা অদ্ভুত অনুভূতি মায়ামির জার্সিতে মেসিকে দেখা। তাঁকে আমরা বার্সেলোনার হয়েই চিনি। আমার মনে হয়, বেশির ভাগ সমর্থকও তাকে সেভাবেই দেখে, কারণ তার ক্যারিয়ারের বেশির ভাগ বার্সাতেই কেটেছে। সে বার্সেলোনায় এসেছিল ছেলেবেলায়, ১৪ বছর বয়সে, এখানে ২০ বছর কাটিয়েছে আমাদের সঙ্গে। আশা করি, মায়ামিতেও সে খুব খুশি থাকবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here