স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। সোমবার সকালে ইকুয়েডরের বিপক্ষে আনহেল ডি মারিয়ার গোল ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১-০ গোলে। এই ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডকে মাঠে নামান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামা মেসি গোল না পেলেও আর্জেন্টিনার জয় আটকায় নি। প্রথমার্ধের ৪০ মিনিটে করা ডি মারিয়ার গোলই আলবেসেলিস্তেদের জয় এনে দেয়।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৫ জুন তাদের প্রতিপক্ষ গুয়েতমালা। এদিকে আজ শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ক্রিস্তিয়ানো রোমেরোর বাড়ানো থ্রু বল ধরে ৪০তম মিনিটে জাল খুঁজে নেন ডি মারিয়া। আক্রমণাত্মক ফুটবলে ইকুয়েডরকে বেশ চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তাদের বিপক্ষে ইকুয়েডর সর্বশেষ জয় পেয়েছিল ৯ বছর আগে। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের পর এ নিয়ে ৭ ম্যাচ খেললেও কোনোটিতে জিততে পারেনি ইকুয়েডর, ড্রও করেছে শুধু একটি ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post