স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ গোলের জয় পেল ইন্টার মায়ামি। রোববার সকালে লিওনেল মেসি-লুই সুয়ারেজ দুজনই জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর।
ম্যাচের ৪ মিনিটেই টুর্নামেন্টে নিজের প্রথম গোল আদায় করে নেন সুয়ারেজ। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এরপর নিজের দ্বিতীয় গোলটি আসে ১১ মিনিটে। ম্যাচের ২৯ মিনিটে টেলরের গোলে ব্যবধান হয় ৩-০।
দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি। তার দ্বিতীয় গোলে সুয়ারেজ অ্যাসিস্ট করেন। এই জয় দিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল অরল্যান্ডো।
ম্যাচ শেষে সম্প্রচার প্রতিষ্ঠান অ্যাপলটিভির সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘পিঠে ব্যাগ তুলে নেওয়ার বদলে আমরা আমাদের দল নিয়ে সচেতন আছি। আমরা সংগঠিত এবং এমএলসে লড়াই করার জন্য তৈরি হচ্ছি। আমরা জানি, পথটা দীর্ঘ। এটা মাত্রই শুরু। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা জানি, আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post