মেসি জিততে এসেছে, লড়াই করতে এসেছে- মায়ামি কোচ

0
74

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মত আয়োজিত লিগস কাপের শিরোপা জয় করে নিয়েছে ইন্টার মায়ামি। টাইব্রেকারে গতকাল লিওনেল মেসির দল মেজর লিগ সকারের শীর্ষ সারির দল ন্যাশভিলকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। এরপর টাইব্রেকারে ১০-৯ গোলে মায়ামি জয় পায়। ম্যাচের ২৪ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার মেসি অসাধারণ এক গোলে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফাফা পিকাল্ট ন্যাশভিলকে সমতায় ফেরান।

শিরোপা জয়ের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন মায়ামির আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনো। তিনি বলেছেন, ‘আপনি যখন লিওর (মেসি) নাম বলছেন, মানে আপনি বিশ্বের সেরা খেলোয়াড়টির কথা বলছেন। এর চেয়ে বড় কোনো প্রশংসা হয় না। সে ম্যাচের পর ম্যাচে সেটা প্রমাণ করেছে।’

মার্তিনো আরও জানান, মেসি শিরোপার জন্য লড়াই করতে এসেছেন মায়ামিতে। যুক্তরাষ্ট্রে প্রথম শিরোপা জয়ের পর আরও একবার তিনি একই মন্তব্য করেছেন, ‘সে জিততে এসেছে, সে লড়াই করতে এসেছে। বুসকেতস এবং আলবাও একই কথা বলেছিল। তারা দলকে একটা পরিচয় দিয়েছে। আমাকে যেটা করতে হচ্ছে, তা হলো এই তিনজনের বৈশিষ্ট্যকে অনুসরণ করা এবং তা দলের অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here