স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম শুরুর আগে হুট করেই জোর আলোচনা। গেল কয়েকদিন ধরেই ফুটবল পাড়ায় রব, প্যারিস সেইন্ট জার্মেইনের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। এই কিংবদন্তী নিতে যাচ্ছেন বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনোর জায়গা।
পচেত্তিনোর চাকরি ছাঁটাইয়ের গুঞ্জন নতুন নয়। সবশেষ মৌসুমে তারকাবহুল পিএসজিকে কেবল এক লিগ শিরোপা জিতিয়ে মন ভরাতে পারেননি আর্জেন্টাইন কোচ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই পিএসজির ছিটকে যাওয়ার মতো বড় ধাক্কা আছে। এছাড়া লিগে কিছু হার বেশ পুড়িয়েছে সমর্থকদের। আর তাই চাকরি হারানোর গুঞ্জন ওঠেছে পচেত্তিনোকে নিয়ে।
কিন্তু পচেত্তিনোর জায়গায় আসছেন কে? সেই নিয়ে বেশ গুঞ্জন ছিল। জিনেদিন জিদানের নাম এসেছিল সবার আগে। তবে সেটি প্রত্যাখান করেছিলেন সাবেক ফরাসি তারকা। মাঝে আসে জোসে মরিনহোর নাম। তবে তিনিও না করে দিয়েছেন বলেই শোনা গেছে। এসবের মাঝেই এবার এসেছে ফের জিদানের নাম।
মূলত ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বক্তব্যের সূত্র ধরেই শুরু। এর আগে কিলিয়ান এমবাপেকে পিএসজিতে রাখার পেছনে অন্যতম কারিগর ছিলেন ম্যাক্রোঁ। এবার কোচিংয়েও জিদানের বিষয়টি নাকি দেখছেন তিনি। জোর গুঞ্জন শেষ পর্যন্ত নাকি জিদান রাজিও হয়েছেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ এবার পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন।
স্পেনের জনপ্রিয় গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সাংবাদিক র্যামন ফ্লুয়েনতেস জানিয়েছেন, পিএসজিকে বেছে নিয়েছেন জিদান। ইতিমধ্যেই নাকি কাতারে উড়াল দিয়েছেন তিনি। আর শনিবারই কাতারের মালিকাধীন পিএসজির সাথে চুক্তি সারবেন। এরপরই নতুন মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের কোচ হিসেবে দেখা যাবে জিদানকে। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা