স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জোড়া গোল করলেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও জোড়া গোল। বাদ যাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ম্যাকাবিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো। জিতলো ৭-২ গোলের ব্যবধানে।
পিএসজির সাত গোলের জয়ে একটি প্রতিপক্ষের দেওয়া উপহার। ছয় গোলের দু’টি করে চারটি গোল করেছেন মেসি ও এমবাপে। দু’জনের জোড়া চার গোলের মাঝখানে তৃতীয় গোলটি করেছেন নেইমার। ম্যাকাবির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কার্লোস সোলার। তাতে পিএসজির জয় ৭-২ গোলের ব্যবধানে।
ম্যাচটি জিতলে শেষ ষোলোতে যাবে পিএসজি, এমন সমীকরণ নিয়ে খেলতে নামে দলটি। আর এই ম্যাচেই জ্বলে উঠলেন দলটির তারকারা। প্রথমার্ধের ম্যাকাবির জালে চার গোল দিয়ে দেয় ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বাকী তিন গোলের দু’টি পিএসজির। একটি ম্যাকাবির আত্মঘাতী।
ম্যাচের ১৯তম মিনিটেই মেসির গোলে লিড নেয় পিএসজি। মিনিট দশেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন এমবাপে। ম্যাচের ৩২তম মিনিটে ফরাসি তারকার গোলে পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। দুই তারকার গোলের পর এবার নেইমারের পালা। ম্যাচের ৩৫তম মিনিটে ব্রাজিলিয়ান তারকার গোলে ব্যবধান ৩-০ করে দলটি।
এরপরই ম্যাকাবি এক গোল শোধও করে বসে। ম্যাচের ৩৮তম সেনেগালের তারকা আবদুলায়ে সেকের গোলে ব্যবধান ৩-১ করে ম্যাকাবি। মিনিট ছয়েক পরেই বিরতির আগে মেসি জোড়া গোল পূর্ণ করে ফেলেন। ম্যাচের ৪৪তম মিনিটে মেসি ব্যবধান ৪-১ করে ফেলেন। এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে দ্রুত আরেক গোল শোধ করে ম্যাকাবি। আবদুলায়ে সেকের জোড়া গোল করে ব্যবধান কমান ৪-২ গোলে। মেসির পর এবার জোড়া গোল এমবাপের। ম্যাচের ৬৪তম মিনিটে পিএসজিকে তিনি এগিয়ে দেন ৫-২ গোলে। এর মিনিট তিনেক পর ইসরায়েলী ক্লাবটির ঘরের তারকা শন গোল্ডবার্গ আত্মঘাতী গোল করলে পিএসজি এগিয়ে যায় ৬-২ গোলে।
প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করা পিএসজির তখন শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচের শেষ দিকে ম্যাকাবির কফিনে শেষ পেরেক ঠুকে দেন কার্লােস সোলার। ৮৪তম মিনিটে ব্যবধান ৭-২ করেন তিনি। বড় এই জয়ে সেরা ষোলোতে পা দিলো পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০