স্পোর্টস ডেস্কঃঃ মেসিকে ছাড়া মাঠে নামা ইন্টার মায়ামি টানা তিন ম্যাচ থাকলো জয়হীন। এবার নিউ ইয়র্ক সিটি আটকে দিয়েছে মায়ামিকে।
মেজর লিগের ম্যাচের মায়ামিকে ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
আগের ম্যাচে ইউএস ওপেনের ফাইনাল হারে মেসি বিহীন মায়ামি। তারও আগে মেজর লিগে অরল্যান্ড সিটির বিপক্ষেও জিততে পারেনি দলটি। এবার পারলো না নিউইয়র্ক সিটির বিপক্ষেও।
বিস্তারিত আসছে…