স্পোর্টস ডেস্কঃ অভাবনীয়ভাবে ২০২১ সালে ক্লাবের আর্থিক সঙ্কটের প্রেক্ষাপটে বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমান পিএসজিতে। কাতালান ক্লাবটি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ছাড়া মাঠের খেলায় সুবিধা করতে পারে নি প্রথমদিকে। তবে জাভি হার্নান্দেজের অধীনে চলতি মৌসুমে কিছুটা ছন্দ ফিরে পাচ্ছে বার্সা। আছে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে।
বার্সেলোনার জার্সিতে মেসি অবিশ্বাস্য সব কীর্তিতে নিজেকে যেমন নিয়ে যান অনন্য উচ্চতায়, তেমনি ক্লাবকেও পৌঁছে দেন সাফল্যের শিখরে। তবে দীর্ঘদিনের সম্পর্ক দুই বছর আগে চুকাতে হয় মেসি-বার্সার। নানা কারণে ক্লাব বদল করতে হয় আর্জেন্টাইন তারকাকে। তবে মেসি বার্সা ছেড়ে যেতে পারেন সেটি কল্পনাতেও ভাবেন নি পেপ গার্দিওলা।
বার্সার হয়ে খেলোয়াড়ি জীবনের গৌরবময় অধ্যায় কাটিয়েছেন গার্দিওলা। নেতৃত্ব দিয়েছেন ক্লাবকে। পরে কোচ হিসেবেও এই ক্লাবে পেয়েছেন অসাধারণ সব সাফল্য, যে অধ্যায়ে তার সঙ্গী ছিলেন মেসি। নিজেকে তিনি বার্সেলোনার ও মেসির বড় ভক্ত হিসেবে পরিচয় দেন সবসময়ই। বর্তমানে ম্যানচেস্টার সিটির ডাগআউটে থাকা গার্দিওলা এক সাক্ষাৎকারে কথা বলেছেন মেসির দলবদল নিয়ে।
সংবাদমাধ্যম ইএসপিএনের সঙ্গে আলোচনায় গার্দিওলা তাঁর সাবেক শিষ্য মেসির বার্সা ছাড়া প্রসঙ্গে বলেন, ‘শুধু আমি কেন, কেউই ভাবেনি (বার্সার সঙ্গে) ওর সম্পর্ক এভাবে শেষ হতে পারে। ক্লাবের মাহাত্ম্য বাড়াতে সে অনেক সহায়তা করেছে। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। সে না থাকলে এটা সম্ভব হতো না। আমি শুধু শিরোপার সংখ্যা বলছি না। বলছি খেলার সৌন্দর্য, মাঠে প্রভাব বিস্তার, নান্দনিকতা, কার্যকারিতা নিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post