‘মেসির বার্সেলোনা ছাড়া হবে বাবা মারা যাওয়ার মত’

0
16

স্পোর্টস ডেস্ক: ফুটবল জাদুকর লিওনেল মেসি মাঝেমধ্যেই বার্সেলোনা ছাড়ার গুঞ্জব উঠে। এবার এনিয়ে কথা বললেন বার্সা তারকা জেরার্ড পিকে। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন যখন সেই দিনটি হবে বাবা মারা যাওয়ার দিনটির মতোই। ঠিক এমনটাই মন্তব্য করেছেন মেসির বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকে!

ফুটবল জাদুকর মেসির সঙ্গে ২৪টি শিরোপা জিতেছেন জেরার্ড পিকে। যার সবকটিতেই মেসির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই পিকের দাবী, মেসির মতো ফুটবলারের বিদায়ে পুরো কাতালান শিবিরেই নেমে আসবে শোকের মাতম। যা তাদের জন্য মেনে নেওয়াটা হবে খুবই কষ্টকর।

এ প্রসঙ্গে পিকে বলেন, ‘সে অনন্য, সম্পুর্ণরুপেই আলাদা…। যে দিনটিতে সে বার্সেলোনা ছেড়ে যাবে সেটি হবে বাবা মরে যাওয়া দিনটির মতোই। এবং সেটি হবে খুবই কষ্টের।’

লিওনেল মেসির বর্তমান বয়স ২৯। এই সময়ের মধ্যেই কাতালানদের জার্সিতে ৫৩৯ ম্যাচ খেলে ৪৬১ গোল করেছেন তিনি। শেষ সাত মৌসুমের সবকটিতেই ৪০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড তার। ২০১১-১২ মৌসুমে তো ৭৩ গোল করে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছিলেন এলএম টেন।

২০১৪ সালে বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তি-স্বাক্ষর করেন লিওনেল মেসি। ২০১৮ সালে শেষ হবে কাতালানদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ। মেসি যদি কখনও বার্সা ছেড়ে চলেই যান তাহলে কেমন হবে? এ প্রসঙ্গে পিকে বলেন, ‘আমরা এখন লিওর (মেসি) কথা বলছি কিন্তু একদিন সে আর আমাদের মাঝে থাকবে না কিন্তু তারপরও আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা শুরু করতে হবে।’

পিকে এসময় আরও বলেন, ‘এখানে আর মেসি জন্মাবে না। লা মেসিয়াতে জাভি, (সার্জিও বুসকুয়েটস) বুসি, (কার্লোস) পুয়োল, (আন্দ্রেস) ইনিয়েস্তা এবং আমার মতো প্রজন্ম আর আসবে না। এমন প্রজন্মের প্রত্যাশা আমরা করতেই পারি কিন্তু আমি মনে করি না যে এমনটি আবারও হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here