স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। নিজ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে মাঠে নেমেই দেখালেন নিজের ঝলক। নিজে গোল করেছেন, একইসাথে তৈরি করেছেন গোলের সুযোগও। আরও একবার নিজের দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে সবার মন জয় করেছেন মেসি।
ম্যাচ শেষে ফুটবল জাদুকরের প্রশংসায় পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ে। আরও একবার মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন। একইসাথে জানিয়েছেন, মেসি মাঠে থাকা মানেই গোলের সুযোগ তৈরি হওয়া। মেসি নিজে থেকেই এই ম্যাচ খেলতে চেয়েছেন, আর পুরো ম্যাচ খেলতে পেরেছেন।
গালতিয়ে বলেন, ‘আজ আবারও মাঠে আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। লিও খেলতে চেয়েছিল। শারীরিকভাবে খুব ভালো অবস্থানে থেকেই দলে ফিরেছে সে। লিও মাঠে থাকা মানেই গোলের সুযোগ তৈরি নিশ্চিত। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে, এটা ভালো দিক।’
সবশেষ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ফাইনালে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তারা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। বিশ্ব জয়ের পর থেকে পিএসজি তিনটি ম্যাচ খেললেও, চতুর্থ ম্যাচে এসে মাঠে নামেন রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী। প্রায় এক মাস পর মাঠে ফিরেই দলের জয়ে সরাসরি অবদান রাখেন মেসি। তাঁর ফেরার দিনে অঁজারের ২-০ গোলে জিতেছে পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post