স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার পুনর্মিলন করতে যাচ্ছে ইন্টার মায়ামি! ট্রান্সফার মার্কেটের দিকে চোখ দিলে, সেটিই বোঝা যাবে আপাতত। সবচেয়ে বড় চমক লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে মায়ামি। ক্লাবটি দুই বছরের চুক্তি করেছে তর্কের খাতিরে সর্বকালের সেরা ফুটবলারকে। বার্সেলোনা, পিএসজির পর এবার ইউরোপের ফুটবল ত্যাগ করেছেন তিনি।
আর্জেন্টাইন সুপারস্টারের পর আরেক সাবেক বার্সা তারকা সার্জিও বুসকেটসকে দলে ভিড়িয়েছে মায়ামি। এই মিডফিল্ডারের সাথে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। এবার আরও এক বার্সা তারকাকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। জর্দি আলবাকে দলে নিয়েছে ইন্টার মায়ামি।
নতুন মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সবকিছুই চূড়ান্ত করে ফেলেছেন জর্দি আলবা। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্সে মাস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, স্প্যানিশ তারকা আলবার সাথে চুক্তি হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই তিনি দলে যোগ দেবেন।
ধারণা করা হচ্ছে মেসির আগ্রহের কারণেই তাঁর দুই প্রিয় বন্ধু বুসকেটস ও আলবাকে দলে নিয়েছে ইন্টার মায়ামি। সামনে আরও চমক দেখা যেতে পারে। এদিকে শুধুমাত্র খেলোয়াড় নয়, বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো মার্তিনোকেও নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা