স্পোর্টস ডেস্কঃ ২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে আসা জর্দি আলবা সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। কাতালান ক্লাবে ১১ মৌসুম কাটিয়েছেন। পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে ৪৫৮ ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞ এই ডিফেন্ডার বার্সার ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয়ী দলের অন্যতম একজন।
বার্সায় সম্ভাব্য সবকিছু জেতার পর সর্বশেষ মৌসুম শেষে মুক্ত ফুটবলার হয়ে যান আলবা। এর পর থেকেই সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব আসে তাঁর কাছে। কিন্তু সেসবে টানে নি তাঁকে। শেষ পর্যন্ত এই বার্সা কিংবদন্তি যোগ দেন সাবেক সতীর্থ লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। এই ক্লাবে আছেন সার্জিও বুস্কেটসও।
টাকার চেয়ে মেসি-বুস্কটেসদের সাথে সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন আলবা। মায়ামির কোচ টাটা মার্তিনো এক সময় সামলেছেন বার্সার ডাগআউটও। মূলত এই তিনজনের জন্যই বড় অঙ্কের টাকার প্রস্তাব ফেরান আলবা, যোগ দেন মায়ামিতে। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘লিও আর বুস্কেটসের সঙ্গে পুনর্মিলনীতে খুবই খুশি। শুধু আমরা তিনজন নই, এই দলে অনেক ফুটবলারই ভালো, যারা আমাদের সব ম্যাচ জিততে সাহায্য করবে।’
মায়ামির কোচ মার্তিনোকে নিয়ে আলবা বলেন, ‘আমরা টাটাকে চিনি, তারও আমাদের সম্পর্কে ধারণা আছে। এই প্রকল্পও আমার চেনা। এ কারণেই আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। মাত্র তিন-চার দিন হলো এখানে এসেছি, কিন্তু মনে হচ্ছে, পুরো জীবনই এখানে কাটিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post