স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি যে আল হিলালে যাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত। আর এতেই ক্যারিয়ার নিয়ে শঙ্কিত ক্লাবটির একজন ফুটবলার। যিনি কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন। ম্যাচটিতে ঐতিহাসিক জয় পায় সৌদী আরব।
সেদিন ম্যাচ চলাকালে আল হিলালের ফুটবলার আল বুলাইহি মেসির সঙ্গে বিবাদে জড়ান। এমনকি আর্জেন্টিনার অন্য ফুটবলারদেরও চোখ রাঙান তিনি। এখন মেসি ক্লাবটিতে আসছেন শুনে ক্যারিয়ার নিয়ে শঙ্কিত তিনি।
গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার আল হিলালে যাওয়া অনেকটা নিশ্চিত। আরেকটি গণমাধ্যম এসবিসিকে আল বুলাইহি নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কা কথা জানিয়ে বলেন, ‘মেসি আল হিলালে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে সত্যি কী হবে জানি না। কিন্তুু আমি ভীত। কারণ সে বলতে পারে একাদশে ৫ নম্বরকে চায় না।’
সৌদীর জাতীয় দলের ৩৩ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার আরো বলেন, ‘আ হিলালে মেসি আসবে কিনা, আমি জানি না। কিন্তুু সে এলে, আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন। তবে ও সত্যি আসলে সৃষ্টিকর্তার কসম, আমি ২ দিন ক্লাবে কিংবা তার আশপাশে যাব না। এসময়ে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করব। যাতে লাতিন আমেরিকার তার আমাকে ভুলে যেতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০