মেসি সুস্থ আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ- আর্জেন্টিনা কোচ

0
13

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয় তোলে নিয়েছে আর্জেন্টিনা। বুধবার সকালে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের জোড়া গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল।

এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে এক মাসের বেশি সময় পর শুরুর একাদশে ফিরেন মেসি। ফিরেই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড মেলে ধরলেন নিজেকে। অধিনায়কের নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে ১৭৮ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১০৬টি।

দারুণ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল আর্জেন্টিনা। এদিকে এই ম্যাচ দিয়ে মেসির ফেরায় কোচ লিওনেল স্কালোনি অনুভব করছেন দারুণ স্বস্তি। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মেসি সুস্থ আছে। সবকিছু সে একাই সামলেছে। অল্প সময়ের মধ্যে দলের বাকিরা তাকে বুঝে নিয়েছিল, যেটা তার উপকারে এসেছে এবং সে সচ্ছন্দবোধ করেছে। আমি আশা করি, যতটা সম্ভব সে খেলবে। কেননা, সবাই তাকে মাঠে দেখতে ভালোবাসে।’

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা চার জয়ে আর্জেন্টিনার এখন পূর্ণ ১২ পয়েন্ট নামের পাশে। দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। তিনে নেমে গেছে নেইমাররা। ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ের ৭ পয়েন্ট। চার ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। এরপর ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল করেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here