স্পোর্টস ডেস্ক:: টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের শিকারে প্রথম উইকেট হারিয়েছে। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে প্রথম উইকেটের দেখা পেয়েছে সফরকারী বাংলাদেশ।
দলীয় ২৭ রানে ক্যারিবিয়ান ওপেনার কাইল মায়ার্সকে সাজঘরে পাঠিয়েছেন মোসাদ্দেক। বল হাতে ইনিংস শুরু করা মোসাদ্দেক নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১৭ রানে ব্যাট করা মায়ার্সের স্ট্যাম্প ভেঙ্গে দেন।
এপ্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১১.৩ ওভারে এক উইকেটে ২৮ রান। ৯ রানে ওপেনার শাই হোপ ও ১ রানে সামারাহ ব্রুকস অপরাজিত আছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে উইন্ডিজ ও বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচই হচ্ছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশ একাদশ::
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
উইন্ডিজ একাদশ::
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিংস, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলঝারি জোসেপ ও আকিল হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০