স্পোর্টস ডেস্কঃ ভারত সফরে থাকা ডেভিড মিলার হারালেন নিজ সন্তানকে। প্রিয়জনকে হারানোর খবর এই প্রোটিয়া ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে হৃদয় বিদারক খবর জানিয়ে মিলার লিখেন, ‘শান্তিতে ঘুমোও আমার ছোট্ট রকস্টার। চিরকাল তোমাকে ভালোবাসব।’
মিলারের পাঁচ বছরের ফুটফুটে মেয়ে মারা গেছেন। ভিডিওতে এই বাঁহাতি ব্যাটসম্যান লিখেন, ‘আমার স্কাট, তোমার কথা সবসময় খুব মনে পড়বে! তোমার মধ্যে যে অসম্ভব একটা লড়াই করার ক্ষমতা ছিল, সেটা আর কারোর মধ্যে নেই। তুমি সবসময় ইতিবাচক ভঙ্গিতে হাসিখুশি থাকতেই ভালোবাসতে। তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে গেলে।’
মিলার জাতীয় দলের সঙ্গে ভারত সফরে আছেন। চলমান এই সফরে তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ১০৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও মিলার ৭৫ রানের অপরাজিত খেলনে।
রোববার রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। এই ম্যাচের আগে সন্তান হারানোর খবর শুনলেন মিলার। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ১৪৭টি ওয়ানডে ম্যাচে ৩৬১৪ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ফিফিটি করেছেন ১৬টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০