নিজস্ব প্রতিবেদকঃ নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা চোট পেয়ে মাঠ ছাড়ায় বদলি গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে সুযোগ দিয়েছিলেন বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা। তবে দ্বিতীয়ার্ধে এই গোলরক্ষকের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয় নি লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে। ফলে হারের শঙ্কায় হতাশ হয়ে পড়েছিল কিংস অ্যারেনায় উপস্থিত দর্শকরা। কিন্তু শেখ মোরসালিন দুর্দান্ত এক গোলে তাদের মুখে হাসি ফোটালেন।
৬৪তম মিনিটে মাঠে নামেন লেবাননের মাজেদ ওসমান। মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যান এই ফুটবলার। স্বাগতিক গোলরক্ষক শ্রাবণের ভুলেই গোল করেন তিনি। এরপর ৭২তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শেখ মোরসালিন। এই ফরোয়ার্ডের বুলেট গতির শট ঠিকানা খোঁজে নেয়। উল্লাসে ফেটে পড়ে কিংস অ্যারেনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post