স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্কটল্যান্ডকে হারাল স্পেন। ঘরের মাঠ সেভিয়ায় সাবেক ইউরো চ্যাম্পিয়নরা ২-০ গোলে জিতেছে। গোল করেছেন আলভারো মোরাতা ও অভিষিক্ত ওইয়ান সানসেত। বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ স্পেল স্কটল্যান্ড। গত মার্চে প্রথম দেখায় স্কটিশদের মাঠে ২-০ গোলে হেরেছিল স্পেন। এবার সেই প্রতিশোধ নিল স্প্যানিশরা।
গোল শূন্য প্রথমার্ধের পর ৭৩ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় স্পেন। ৭৩তম মিনিটে দারুণ গোলে ‘ডেডলক’ ভাঙেন মোরাতা। ডান দিক থেকে হেসুস নাভাসের ক্রসে ছয় গজ বক্সে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন সানসেত। বাঁ দিকে আলগা বল পেয়ে বক্সে বাড়ান হোসেলু। দ্বিতীয়ার্ধে বদলি নামা সানসেতকে বাধা দেওয়ার চেষ্টায় স্লাইড করেন স্কটল্যান্ডের একজন। তবে বল চলে যায় জালে।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনও ‘এ’ গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড। ৫ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। এই ম্যাচে হার এড়ালেই প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট পেত স্কটল্যান্ড। অপেক্ষা বাড়ল তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০